সিরিজে ফেরার মিশনে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সৌম্য সরকারকে ফিরিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তান ভারতের দেরাদুনকে হোম ভেন্যু বানিয়েছে। গত রোববার সিরিজের প্রথম টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে দেরাদুনের। যাতে ৪৫ রানে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে আছে আফগানরা।
বাংলাদেশ = ১৩৪/৮ , ওভার= ২০ । তামিম=৪৩(আউট), লিটন দাস=১(আউট) , সাব্বির= ১৩(আউট),মুশফিকুর রহিম= ২২(আউট) ,মাহমুদুল্লাহ রিয়াদ=১৪(আউট) , সাকিব= ৩(আউট) , সৌম্য সরকার= ,মোসাদ্দেক =০(আউট), আবু হায়দার= ২১ ,নাজমুল অপু= ৬ ।
সৌম্য ঢোকার ম্যাচে আগের একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার আবুল হাসান ও পেসার আবু জায়েদ রাহি। দলে আসা অন্যজন পেসার আবু হায়দার রনি। সেখানে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে আফগানিস্তান।
বাংলাদেশ দল-ঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম(উইকেট কিপার), সাকিব আল হাসান(অধি:), মাহমুদুল্লাহ রিয়াদ(সহ: অধি:), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার , নাজমুল অপু ও রুবেল হোসেন।
আফগানিস্তান দল-ঃ আজগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহাজাদ (উইকেট কিপার), উসমান গনি, শাফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত ও শাপুর জারদান।