আফগানিস্তানের বিপক্ষে আজ বাঁচা মরার লড়াই টাইগারদের। এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। টেস্ট ক্রিকেটের নবীন সদস্যের কাছে এমন পরিণতি নিশ্চয়ই আশা করবে না সফরকারীরা। এমন ম্যাচে টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম টাইগার। গত ম্যাচে আগে বোলিং নিয়ে ৪৫ রানে হারতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে। যে কারণে রাজীব গান্ধীর উইকেট পড়তে আজ এই ভুল হওয়ার কোনো সুযোগ নেই।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগার একাদশে অনুমিতভাবেই এসেছে দুটি পরিবর্তন। প্রথম টি-টোয়েন্টিতে ১৩.৩৩ ইকনোমিতে ৩ ওভারে ৪০ রান দেওয়া আবুল হাসান রাজু বাদ পড়েছেন। একইসঙ্গে বাদ পড়েছেন আবু জায়েদ রাহী। একাদশে ফিরেছেন ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তবে তার মিডল অর্ডারে খেলার সম্ভাবনাই বেশি। আবুল হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার আবু হায়দার রনি।
অন্যদিকে আফগানিস্তান প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে। দলে পেসার দুই জন শাপুর জাদরান ও করিম জানাত। অলরাউন্ডার মিলিয়ে স্পিনার আছে পাঁচ জন। টস হারের পর প্রতিক্রিয়ায় আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই বলেছেন, ‘টস জয় কিংবা হার কোনো ব্যাপার না। মাঠের খেলাতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।’ আফগান অধিনায়কের এমন আত্মবিশ্বাস চূর্ণ করে দেওয়াই হবে আজ টাইগারদের আসল কাজ।