আজ রাত সাড়ে ৮টায় দেরাদুনে ২য় টি-২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আজ জয়ের কোনও বিকল্প নেই। কারণ ম্যাচ হাতছাড়া হলেই সিরিজ থেকে ছিটকে যাবে তামিম-মাহমুদুল্লাহরা।
উত্তরাখণ্ডের দেরাদুনের আবহাওয়ার জন্যই এই ম্যাচে পেসারদের চেয়ে বেশি সুবিধা পাবেন স্পিনাররা। তাই বাংলাদেশ দলের দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে মেহেদি হাসান মিরাজকে
টস ফলাফল: টসে জিতে ব্যাটিংয়ে সিধ্বান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের একাদশেই বেশ সফল আফগানিস্তান। আর তাই উইনিং কম্বিমেশন নিয়েই মাঠে নামবেন আজগর স্টানিকজাই নেতৃত্বাধীন দলটি।
ভারতের দেরাদুনে প্রথম টি-২০তে বাংলাদেশকে হেসে-খেলে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই সাকিবদের সামনে। জয়ে ফিরতে মরিয়া টাইগারদের দলে তাই আসতে পারে একাধিক পরিবর্তন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আজকের ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে দু’টি পরিবর্তন। দলে যোগ দিতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে রশদ, মুজিব, নবীরা যেখানে ঘাবড়ে দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের সেখানে আবুল হাসান, আবু জায়েদ, রুবেলরা রান দিয়েছেন মুক্ত হস্তে। সে তুলনায় অনেক বেশি সফল ছিলেন সাকিব, মাহমুদুল্লাহরা। আর তাই তাদের সঙ্গে যোগ দিতে পারেন মিরাজ। টেল এন্ডার ব্যাটসম্যান হিসেবেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তিনি। আর মিরাজকে জায়গা করে দিতে হয়তো বাদ পড়তে হবে মোস্তাফিজের পরিবর্তে সুযোগ পাওয়া আবুল হাসানকে।
এদিকে, বল হাতে এক ওভারে মাত্র ৩ রান দিলেও স্লগ ওভারে একেবারেই অকার্যকর ছিল মোসাদ্দেকের ব্যাট। ২৩ বল খেলে করেছিলেন মাত্র ১৪ রান। আফগানদের শক্তিশালী বোলিংয়ের মোকাবেলায় ব্যাটিং শক্তি বাড়াতে তাই মোসাদ্দেকের পরিবর্তে নেয়া হতে পারে সৌম্য সরকারকে।
অপরদিকে, প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তান তাদের উইনিং কম্বিনেশন হয়তো ধরে রাখবে আজকের ম্যাচেও।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত/সৌম্য সরকার, আবুল হাসান রাজু/মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।
আফগানিস্তানে সম্ভাব্য একাদশ
মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আজগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকউল্লাহ, রশিদ খান, করিম জানাত, মুজিব উর রহমান, শাপুর জাদরান।