দেরাদুনে মঙ্গলবার রাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টিতে ৪৫ রানে হারায় সিরিজে ০-১ এ পিছিয়ে টাইগাররা। সিরিজে ফিরতে হলে এদিন জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের। যা ভালো করেই জানা টিম বাংলাদেশের। দল যে লড়াই করতে তৈরি সেই কথা তাই জানিয়ে দিলেন অধিনায়ক।
সোমবার রাতে নিজের ভেরিফাইট ফেসবুক পেজে সাকিব টিম টাইগারের একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘জয়ের জন্যে আফগানদের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে লড়তে প্রস্তত টাইগার বাহিনী।’
প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে অবশ্য নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি টাইগাররা। টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে আফগানরা। জবাবে এক ওভার বাকি থাকতেই ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মঙ্গলবার তাই সিরিজে কামব্যাক ছাড়া উপায় নেই টাইগারদের। হারলে খোয়া যাবে সিরিজটাই। তখন জাগবে হোয়াইটওয়াশের শঙ্কা। কি হবে তা দেখতে টাইগার সমর্থকদের তাকিয়ে থাকতে হবে রাতের দেরাদুনের দিকে?