তিন ফরম্যাট সাকিবের ঝুলিতে রয়েছে ১০ হাজার ৭৪ রান এবং ৪৯৮টি উইকেট । আজকের ম্যাচে সাকিবের সামনে মাইলফলকের হাতছানি। আর আসন্ন আফগানিস্তানের বিপক্ষে লড়াইটিতে সাকিব যদি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি উইকেট পেলেই ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে ঢুকে যাবেন সাকিব। পাশাপাশি সবচেয়ে দ্রুততম এই ডাবল ছোঁয়ার রেকর্ডও গড়বেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। ব্যাটে-বলে বরাবরই তিনি সেরা।
গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানের শোচনীয় পরাজয় ও ২টি উইকেট মধ্যে ১ উইকেটের শিকার জন্য করায় রেকর্ড গড়তে পারেনি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে কি পারবেন তিনি? রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের জাতীয় ক্রিকেটের ওয়ান্ডে ও টি-টুয়ান্টি দলের দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একের এক গড়ছেন নতুন রেকর্ড। আর ধীরে ধীরে তিনি পেছনে ফেলছেন বিশ্বের সব নামকরা ক্রিকেটারদের। এবার আরেকটি নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় এই টাইগার অধিনায়ক। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানি শহীদ আফ্রিদিকে পরেই তিনি এ রেকর্ড গড়তে যাচ্ছেন।
তবে ক্যালিস ও আফ্রিদি থেকে এগিয়ে রয়েছে সাকিব। কারণ দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪২০ ম্যাচে এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি ৪৭৭ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছুঁয়েছিলেন। কিন্তু টাইগার দলপতি ম্যাচ খেলেছেন মাত্র ২৯৯টি।