রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে সোমবার (৫ জুন) ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। কোচ দিদিয়ের দেশমের গড়া এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বর্তমান বিশ্বের আলোচিত বেশ কায়েকজন তারকা। বিশেষ করে বার্সেলোনার দুই তারকা উসমান দেম্বেলে-স্যামুয়েল উমতিতি ছাড়াও জায়গা পেয়েছেন পিএসজির এমবাপে ও ম্যানচেষ্টার ইউনাইটেডের পল পগবা মতো ফুটবলাররা।
এক নজরে দেখে নেয়া যাক ফ্রান্সের ২৩ সদস্যের চূড়ান্ত দল :
গোলরক্ষক: হুগো লরিস, স্টিভ মানদান্দা, আলফোনসে আরিওলা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এনগুলো কান্তে, ব্লেইস মাতুইদি, স্টিভেন এনজোনজি, পল পগবা, ক্লোরেনতিন তোলিসো।
ফরোয়ার্ড: ওসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাওভিন।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে পড়েছে ফ্রান্স। গ্রুপে তাদের প্রথম ম্যাচ ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২১ জুন পেরু এবং ২৬ জুন ডেনমার্কের বিপক্ষে খেলবে দেশমের শিষ্যরা।