টাকা নিয়ে ডিভোর্সের প্রস্তাব, ঈদের পাঁচদিন পর আবারও বিয়ে!

চার বছর আগে ভালোবেসে হাসিন জাহানকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। তাদের সংসারে আছে এক কন্যা সন্তান। কিন্তু মাস খানেক আগে হঠাৎ করেই স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সামনে আসেন হাসিন। এর মধ্যে ছিল বিবাহবহির্ভূত সম্পর্ক, মারধর, এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগও ছিল।

শুধু তাই নয়, শামির বড় ভাইয়ের দ্বারা ধর্ষিত হয়েছেন বলেও অভিযোগ করেছেন হাসিন। অবশ্য মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন শামি-হাসিন ইস্যু চাপাই পড়েছিল। তবে আইপিএলের ১১তম আসর শেষ হতেই আবারও আলোচনায় ভারতীয় এই ক্রিকেটার ও তার স্ত্রী।

এবার শামির পক্ষ থেকে টাকা নিয়ে ডিভোর্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন হাসিন। এক আত্মীয়র মাধ্যমে তাকে এই প্রস্তাব দেওয়া হয় বলে জানান তিনি। তবে তার দাবি, শামি তার পুরো সম্পত্তি দিয়ে দিলেও ডিভোর্সের পথে হাঁটবেন না হাসিন।

এ নিয়ে হাসিনের ভাষ্য, ‘শামির সঙ্গে কথা হয়নি। কিন্তু পরিচিতের মাধ্যমে আমাকে টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমি ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি। শামি নিজের পুরো সম্পত্তি আমার নামে করে দিলেও ওকে ডিভোর্স দেব না।’

শুধু টাকার বিনিময়ে ডিভোর্সই নয়, ঈদের পাঁচ দিন পর শামি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলেও দাবি করেন হাসিন। পাত্রী শামির বড় ভাইয়ের শ্যালিকা। এ নিয়ে হাসিন বলেন, ‘শামি ওর মাসতুতো ভাইয়ের মাধ্যমে খবর পাঠিয়েছে ইদের পাঁচদিন পর দাদার শ্যালিকাকে বিয়ে করবে।’

আইপিএল খেলতে কলকাতা এলেও মেয়ে বেবোর সঙ্গে দেখা করতে যাননি শামি। পিতা শামির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন হাসিন। ভারতীয় ক্রিকেটারের স্ত্রী এ নিয়ে বলেন, ‘বেবো প্রতিদিন কান্নাকাটি করে। অথচ শামির কোনো বিকারই নেই। আইপিএল খেলতে কলকাতায় এসেও মেয়ের সঙ্গে দেখা করতে চায়নি।’‌‌‌‌

শামি-হাসিন মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। ৪ জুন, সোমবার আলিপুর আদালতে বিচারক নেহা শর্মার এজলাসে মামলাটির শুনানি ছিল। এ সময় শামির আইনজীবী সেলিম রহমান, নাজমুল আলম সরকার এবং হাসিন জাহানের আইনজীবী জাকির হোসেন সময় চাওয়ায় ১৫ দিন পর ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।