ভারতীয় পেসার মোহাম্মদ সামি ও তার স্ত্রী হাসিন জাহানের মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। সোমবার আলিপুর আদালতে বিচারক নেহা শর্মার এজলাসে মামলাটির শুনানি ছিল। মোহাম্মদ সামির আইনজীবী সেলিম রহমান, নাজমুল আলম সরকার এবং হাসিন জাহানের আইনজীবী জাকির হোসেন সময় চাওয়ায় ১৫ দিন পর ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।
এদিকে হাসিন সাংবাদিকদের জানিয়েছেন, মাঝের এই সময়ে সামির সঙ্গে কোনো কথা হয়নি তার। তবে সামির তরফে তার কাছে টাকা নিয়ে ডিভোর্স দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন হাসিন, ‘সামির সঙ্গে কথা হয়নি। কিন্তু পরিচিতের মাধ্যমে আমাকে টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু আমি ডিভোর্স দেয়ার জন্য বিয়ে করিনি। সামি নিজের পুরো সম্পত্তি আমার নামে করে দিলেও ওকে ডিভোর্স দেব না।’
হাসিনের আরো দাবি, ‘সামি ওর ফুফাতো ভাইয়ের মাধ্যমে খবর পাঠিয়েছে ঈদের পাঁচ দিন পর বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করবে।’ এরই পাশাপাশি পিতা সামির দায়বদ্ধতা নিয়ে হাসিন বলেন, ‘বেবো প্রতিদিন কান্নাকাটি করে। অথচ সামির হেলদোল নেই। আইপিএল খেলতে কলকাতায় এসেও মেয়ের সঙ্গে দেখা করতে চায়নি।’
আরো পড়ুন :
শামির বিরুদ্ধে হাসিনের আরো একটি মামলা
ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন স্ত্রী হাসিন। সংসার চালানো ও সন্তানের দেখভালের জন্য গত এক মাসে কোনো খরচ না দেয়ার অভিযোগে এই মামলা দায়ের করেন তিনি।
মঙ্গলবার বিচারকের কাছে হাসিনের আইনজীবী জাকির হুসেইন জানান, ৮ মার্চ থেকে ১০ এপ্রিল সময়কালের মধ্যে সংসার চালাতে কোনো খরচ দেননি শামি। এমনকী তাদের সন্তান আইরার প্রতিও কোনো দায়িত্বই পালন করেননি। আর এই অভিযোগের ভিত্তিতেই পারিবারিক নির্যাতন আইন (২০০৫) অনুযায়ী আরো একটি মামলা দায়ের করেছেন হাসিন।
হাসিনের আইনজীবী আরো জানান, সংসার চালাতে সাত লাখ এবং তাদের একমাত্র কন্যা আইরার দেখাশোনার জন্য মাসিক ৩ লাখ রুপি দাবি করা হয়েছে শামির কাছ থেকে। একই সাথে প্রিন্স আনোয়ার শাহ রোডের ফ্ল্যাটে থাকার দাবিও জানিয়েছেন হাসিন।
আলিপুর আদালতে মামলা দায়ের করার পর হাসিনের আইনজীবী দাবি করেন, বিচারক তাদের কথা শুনেছেন এবং মামলার গুরুত্ব বুঝে ১৫ দিনের মধ্যে শামিকে তার বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন :
শামিকে শাস্তি দিতে মরিয়া হাসিন এবার দেখা করলেন ডিডি সিইওর সাথে
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ভারতীয় দলের পেসার মুহাম্মদ শামিকে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখা রেহাই দিলেও, তার স্ত্রী হাসিন জাহান এখনো নিজের অবস্থানে অনড়। তিনি এবার শামির আইপিএল-এ খেলা আটকাতে মরিয়া।
দিল্লি ডেয়ারডেভিলসের সিইও হেমন্ত দুয়ার সঙ্গে দেখা করে শামিকে আইপিএল-এ খেলতে না দেয়ার অনুরোধ জানিয়েছেন হাসিন। তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘আমি হেমন্ত স্যারকে বলেছি, শামি যতক্ষণ না পারিবারিক সমস্যা মেটাচ্ছে, ততক্ষণ ওকে আইপিএল-এর দলের রাখা উচিত নয়।’
এ বিষয়ে অবশ্য দিল্লি ডেয়ারডেভিলসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখা, তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা, এক পাকিস্তানি মহিলার সঙ্গে দুবাইয়ে দেখা করে তার কাছ থেকে টাকা নেয়া, বড় ভাইকে দিয়ে ধর্ষণ করানোর চেষ্টার মতো একগুচ্ছ অভিযোগ করেন হাসিন। তার এই অভিযোগের পরেই শামিকে চুক্তির বাইরে রাখে বিসিসিআই। তবে তদন্তের পর এই পেসারকে ক্লিনচিট দেয় বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখা। এরপরেই তার সঙ্গে নতুন করে চুক্তি করে বিসিসিআই। আইপিএলএ-ও খেলতে বাধা নেই শামির। তবে হাসিন চান না শামি আইপিএল-এ খেলুন। সেই কারণেই তিনি দিল্লি ডেয়ারডেভিলসের সিইও-র সঙ্গে দেখা করেন। এমনকী, বিসিসিআই-কেও পারিবারিক সমস্যা না মেটা পর্যন্ত শামিকে খেলতে না দেওয়ার অনুরোধ জানান হাসিন।
বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না জানিয়েছেন, ‘হাসিন জাহান আমার সঙ্গে দেখা করে তার অভিযোগের বিষয়টি দেখার অনুরোধ জানান। আমি তাকে বলি, এটা তাদের ব্যক্তিগত বিষয়। পরিবারের মধ্যেই বিষয়টি মিটিয়ে নেয়া উচিত। তাতে শামি সহ সবারই ভালো হবে। কারণ, শামি ভারতীয় দলে আছেন। আমরা চাই তিনি আইপিএল ও ইংল্যান্ড সফরে ভাল পারফরম্যান্স দেখান।’
এর আগে স্বামীর বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করেন হাসিন।
গত ২৩ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলেন হাসিন। সেদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যাবতীয় সমস্যার কথা জানান তিনি। প্রায় ২০ মিনিট চলে কথপোকথন।
বৈঠক শেষে হাসিন জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ধৈর্য্য ধরে সমস্ত অভিযোগ শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের বোলার মুহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহানের অভিযোগগুলোর মধ্যে বধূ নির্যাতন ও খুনের চেষ্টা-সহ অন্যান্য অভিযোগে লাগাতার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।
শামির বিরুদ্ধে লড়াইয়ে আগেই মমতা ব্যানার্জির সাহায্য চেয়েছিলেন হাসিন। সেই আবেদন মেনে গত বুধবার হাসিনকে সাক্ষাতের সময় দেন মুখ্যমন্ত্রী। সেদিন দুপুর ২টার দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছান তিনি। বৈঠকের পর আশ্বস্ত দেখায় হাসিনকে। তিনি জানিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।