দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর শুরু হতে আর কিছুদিন বাকি। তাই খেলোয়াড়দের পাশাপাশি ঘটা করে প্রস্তুতি সারছে ভক্তরাও। কারণ খেলার বাইরেও অনেক ঘটনা থাকে যা আলোচিত করতে হবে তাদের।
এবারের বিশ্বকাপে কি আছে, কি নেই। এ নিয়ে ভাবনা সবারই। তবে আপনাদের ভাবনাকে আরো সহজতর করতে গোনিউজ জানিয়ে দিচ্ছে, এবারের আসরে যে পাঁচটি জিনিস থাকছে না।
সুইডেন আছে ইব্রা নেই
১২ বছর পর বিশ্ব আসরে এসেও আবছা আলোয় থমকে আছে সুইডেন। কেন না ২০০৬ সালে একমাত্র বিশ্বকাপ খেলা খেলাইব্রাহিভোমিচ জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ২০১৬ সালে। তাই বিশ্বকাপে সুইডিসদের সরব উপস্থিতি থাকলেও ইব্রাকে দেখতে পাবে না ভক্তরা। তার এহেন অনুপস্থিতি দারুণ ভোগাবে তাদের।
আইরিশ ফ্যানদের নীরব কান্না
বিশ্বকাপ কোয়ালিফায়ার টপকাতে না পারায় এবার আর সবুজ জার্সিতে স্টেডিয়াম চিরসবুজ করতে দেখা যাবে না আইরিশদের। প্রিয় দলকে সমর্থন জানাতে গেল বিশ্বকাপে প্রায় লাখ খানেক দশর্ক জড়ো হয়েছিল ফ্রান্সে। তবে এবার এমন কিছুই চোখে পড়বে না ফুটবল বিশ্বের।
অক্টোপাস পলের মৃত্যু
২০১০ বিশ্বকাপে ১৪ ম্যাচের অগ্রিম ফল জানিয়ে ১২টিতেই সফল হয়েছিল অক্টোপাস পল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, বিশ্বকাপের পরই মারা যায় পল। আর তাকে দারুণ মিস করবে ভক্তরা।
নেদারল্যান্ডের ডাস হাউস মিউজিক্যাল আর দেখা যাবে না
এবারের বিশ্বকাপে নেদারল্যান্ড না থাকায় বিশ্ব দেখতে পাবে না তাদের ঐতিহ্যবাহী ডাস হাউস মিউজিক্যাল সেলিব্রিশন।
কপাল পোড়া ইতালি
এবারের বিশ্বকাপে দেখা যাবে না আজ্জুরুদের ফুলবলশৈল্য। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে এবার দারুণ মিস করবে ফুটবল বিশ্ব।