গোলরক্ষক নয়্যার ফিরেছেন। কিন্তু বাদ পড়েছেন লিরয় সানে। ম্যানচেস্টার সিটির জার্সিতে এ মৌসুমে কি দুর্দান্তই না খেলেছেন লিরয় সানে। সিটিকে চ্যাম্পিয়ন করা পথে নিজে গোল করেছিলেন ১৪টি ও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি। সেই সানেই কি না বাদ পড়লেন রাশিয়াগামী জার্মানি বিশ্বকাপ দল থেকে। ওদিকে সদ্য চোট কাটিয়ে ফিরলেও জোয়াকিম লোয়ের চূড়ান্ত দলে আছেন জায়গা পেয়েছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রায় পুরো মৌসুম চোটের সঙ্গে লড়েছেন। তাই বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক নয়্যারকে পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে গোলপোস্টের নিচে নয়্যার দাঁড়িয়েই প্রমাণ করেছিলেন, রাশিয়ার বিমানে ওঠার জন্য প্রস্তুত আছেন। সে ম্যাচে ৩২ বছর পর জার্মানি অস্ট্রিয়ার বিপক্ষে হারলেও লোয়ের বড় পাওনা ছিল বিশ্বকাপ জেতানো গোলরক্ষকে ফিরে পাওয়া। তাই ২৩ সদস্যের দলে নয়ার ফিরেছেন অটোমেটিক চয়েজ হিসেবেই।