বিশ্বকাপে মিশরীয় ফুটবলের পোস্টার বয় মোহম্মদ সালাহ৷ ২০১৮ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোল স্কোরার তিনি৷ তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন৷ আশঙ্কা তৈরি হয়েছিল তার বিশ্বকাপ খেলা নিয়েও৷ কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাশিয়া বিশ্বকাপে মিশরের ফাইনাল স্কোয়াডে নাম উঠল এই তারকা ফুটবলারের৷
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে ব়্যামোসের কড়া ট্যাকেলে গুরুতর চোট পান সালাহ৷ প্রথমে ধরে নেয়া হয় তার কলারবোন ভেঙে গেছে৷ তার অন্তত এখন ১০ সপ্তাহ বিশ্রাম প্রয়োজন৷
পরে অবশ্য ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, কাঁধের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন সালাহ৷ ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে আশা জিইয়ে রয়েছে৷ শুরুর দিকে না থাকলেও সুস্থ হয়ে মাঝপথে বিশ্বকাপের ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেন সালাহ৷
মিশরীয় ফরোয়ার্ড নিজেও আশা ছাড়েননি৷ টুইট করে তার আরোগ্যের জন্য ভক্তদের প্রার্থনা করার অনুরোধ করেছেন৷ সঙ্গে টুইটে তিনি জুড়েছেন, ‘আমি যোদ্ধা, সব বাধা পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে ঠিক খেলব৷ ভক্তদের ভালবাসাই সেই শক্তি জুগিয়ে দেবে৷’
১৯৯০ এরপর (দীর্ঘ ২৮ বছর পর) বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে মিশর৷ এবং সেটা সালাহর দুরন্ত ফর্মে ভর করে৷ তাই তার ছিটকে যাওয়ার খবর প্রকাশের পর ফুটবল দুনিয়া দুঃখ প্রকাশ করে৷
মিশরের ফাইনাল স্কোয়াডে সালাহর নাম দেখে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভক্ত-শুভাকাঙ্খীরা৷ কিন্তু ফাইনাল স্কোয়াডে নাম থাকলেও রাশিয়াতে ১৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে সালাহর খেলার চান্স প্রায় নেই বললেই চলে৷ ১৯ জুন রাশিয়ার মাটিতে রাশিয়ার সঙ্গে ম্যাচেও দলের পোস্টারবয়কে মিস করতে পারে মিশর৷