ইমরান খান, ক্রিকেট বিশ্বের একটি অন্যতম নাম। পাকিস্থানের এই ক্রিকেটার অনেক আগে ক্রিকেট খেলা ছাড়লেও এখনও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। একের পর এক ঘটনা ঘটিয়েই চলেন তিনি।
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানকে ভণ্ড ও মিথ্যাবাদী বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্ত্রী রেহাম খান। সম্প্রতি তার লেখা একটি বই প্রকাশের আগেই তার কিছু অংশ ফাঁস হয়ে যায়। সেখানে তিনি সাবেক স্বামী সম্পর্কে লিখেছেন, ‘ইমরান খান একজন ভণ্ড ও মিথ্যেবাদী। তিনি রোজা রাখেন না, নামাজ পড়েন না।’
তার এই লেখা নিয়ে ঝড় উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে।
পিটিআইয়ের অনেক নেতা মনে করছেন, বিরোধী দলের কাছ থেকে অর্থ নিয়ে ইমরানকে ছোট করতে তাঁর সাবেক স্ত্রী এমনটি করেছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই ইমরান খানের চরিত্রকে কলুষিত ও মানসম্মানকে ভূলুণ্ঠিত করার এজেন্ডা এটা।
১৯৯৫ সালে ইমরান প্রথম বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৫ সালের জানুয়ারিতে ইমরান আবার বিয়ে করেন পাকিস্তানি-ব্রিটিশ সাংবাদিক রেহাম খানকে। ওই বছরই অক্টোবরে ভেঙে যায় দ্বিতীয় বিয়েটাও।
পাকিস্তানের একজন বিখ্যাত সংগীতজ্ঞ ও পিটিআইয়ের সদস্য সালমান আহমেদ বলেন, সাবেক স্বামীর ক্ষতি করতে রেহাম পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর কাছ থেকে অর্থ নিয়েছেন। তিনি বলেন, ‘একটি ঘনিষ্ঠ সূত্র আমাকে জানিয়েছে এই বইটি লিখতে রেহামকে পিএমএল-এন ১৫ লাখ রুপির বেশি দিয়েছে।’
এই রাজনীতিক আরও বলেন, রেহাম ইমরানের মানসম্মান ধুইয়ে দিতে তাঁকেও (সালমান) অর্থ সেধে ছিলেন। বলেন, ‘আমার কাছে সব প্রমাণ আছে। তিনি আমাকে যত ই-মেইল করেছেন, এর সবই আছে।’
পিটিআইয়ের আরেক সমর্থক অভিনেতা হামজা আলী আব্বাসি তাঁর টুইটারে বলেছেন, রেহাম খানের বইয়ের পাণ্ডুলিপি পড়ে তিনি খুবই দুঃখ পেয়েছেন। তাঁর মনে হয়েছে বইটির সারমর্ম হলো, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হলো ইমরান। রেহাম হচ্ছে খুবই ধার্মিক নারী এবং শাহবাজ শরীফ (সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই) চমৎকার মানুষ।’
এসব ঘটনার প্রতিক্রিয়ায় রেহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছর আব্বাসির পাঠানো এক ই-মেইল প্রকাশ করে বলেন, কোনো এজেন্সি বা হ্যাকারেরা পিটিআইকে তাঁর বিরুদ্ধে তথ্য দিয়েছে। তিনি টুইটারে লিখেছেন, ভেবে অবাক হচ্ছেন বই প্রকাশেই আগেই একজন অভিনেতার পক্ষে কেমন করে পাণ্ডুলিপি পড়া সম্ভব। ‘শুধুমাত্র জালিয়াতি বা চুরির মাধ্যমেই তা সম্ভব’।
প্রসঙ্গত, রেহাম ও ইমরান খানের বিবাহিত জীবন সম্পর্কে আলোচিত এই বইটি লেখা হয়েছে।