আবারো মালয়েশিয়াতে অবৈধদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান!

জীবিকার টানে এখন বাংলাদেশ থেকে হাজার হাজার লোক যায় বিদেশে। সেখানে তারা এমনও কিছু কাজ করতে হয় যা তাদের জীবনেরও ঝুকি থাকে। আবার অনেক সময় বিপদের মধ্যে কাওকে কাছেও পাওয়া যায় না সেখানে।

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই অবৈধদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রথম মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি এবং অভিবাসন বিভাগের পরিচালক দাতো সেরি মুস্তাফা আলীর নেতৃত্বে কাগজপত্র চেক করার মধ্যে দিয়ে নজির স্থাপন করলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। পবিএ রমজান মাসেও এত বড় ধরপাকড় এযাবৎকালের সব অভিযানকে কে হার মানিয়েছে।

আজ মালেশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুর ও আশেপাশের এলাকা তে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় অভিবাসন বিভাগ। অভিযান চালিত এলাকা গুলোতে শ্রমিকরা আতঙ্ক এবং অধিকাংশরা ভয়ে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পালাতে থাকে। পবিত্র রমজান মাসে ধরনের অভিযান সব দেশের শ্রমিকদের বেদনায় ভরিয়ে দিয়েছে। মুসলিম দেশে এ ধরনের অভিযান সত্যিই ব্যতীত।

আজকে অভিযানে ১৭০ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন, তবে কতজন বাংলাদেশী তার সঠিক সংবাদ এখনো জানা যায়নি। ঈদের পরপরই আরও বড় ধরনের অভিযানে নামছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মালয়েশিয়া অভিবাসন বিভাগ জানায়, আগামী ৩০জুনের পরে এক যোগে অভিযান পরিচালিত হবে।

ইমিগ্রেশন বিভাগ আরো বলেন, যাদের বৈধ কোনো কাগজপত্র নেই, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আউট পাস ইস্যু করে শাস্তি ছাড়াই যার যার দেশে চলে যেতে পারবেন।