মালয়েশিয়ার জহুরবারুতে বাংলাদেশিকে থাপ্পর মারা ইমিগ্রেশন কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে

একজন বাংলাদেশিকে থাপ্পড় মারার অপরাধে মালয়েশিয়ার অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগের একজন কর্মকর্তাকে বরখাস্ত করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম মালয়েশিয়া পোস্ট জানিয়েছে- ঘটনার শিকার বাংলাদেশি গত ৩ মে সকাল ৯টার দিকে কাউন্টারে দাঁড়িয়ে সে দেশের স্বেচ্ছা প্রত্যাবাসন ৩+১ কর্মসূচির আওতায় আবেদন করছিলেন। সে সময় কাউন্টারের থাকা এক কর্মকর্তা তাঁকে চড় মারেন এবং তাঁর হাতে কিল দিয়ে মেশিনে হাতের ছাপ নেন। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রীতিমত ভাইরাল হয়।

মালয়েশিয়ার জহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক রোহাইজি বাহারি সংবাদমাধ্যমটিকে বলেন, ঘটনার পর সেই কর্মকর্তাকে তাৎক্ষণিক ফ্রন্ট ডেস্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। পরে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফা আলী এক বার্তায় বলেন, এমন ঘটনায় মালয়েশিয়ার অভিবাসনের সুনাম নষ্ট হয়েছে।

তিনি বলেন, “আমরা সেই কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছি। ডিসিপ্লিনারি রেগুলেশন ফর পাবলিক সার্ভেন্টস ২০০২ এর আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের দায়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।