বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ জুন) আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় SDG-এর লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ।