ম্যারি হ্যারিসন তার পোষা বিড়ালটিকে খুব ভালোবাসেন। কিন্তু ম্যারির স্বামী তার পোষা বিড়ালটিকে মারছিলেন। যা মোটেই পছন্দ করেননি তিনি। রেগে স্বামীকে গুলি করে হত্যা করেন ম্যারি হ্যারিসন। শনিবার এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ডালাসে। এমন তথ্য জানিয়েছে পুলিশ। খবর টাইম।
দেশটির পুলিশ জানিয়েছে, ৪৭ বছর বয়সী ম্যারি হ্যারিসন গোয়েন্দাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের পরিবারের বিড়ালটিকে মারার কারণে সে তার স্বামীকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ আরও জানায়, ম্যারিকে তার ৪৯ বছর বয়সী স্বামী ডেক্সটার হ্যারিসনকে খুনের দায়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে ম্যারি হ্যারিসন জানান, শনিবার এ ঘটনাটি ঘটে এবং হাসপাতালে নেয়ার পর ডেক্সটারের মৃত্যু হয়।
এ বিষয়ে প্রতিবেশীরা জানিয়েছেন, হ্যারি ও ডেক্সটারদের পারিবারিক বিড়ালটি সম্প্রতি নিখোঁজ হয়। এরপর ম্যারি হারানো বিড়ালের খোঁজে পোস্টার লাগিয়েছেন। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। পোষা বিড়ালটিকে তার স্বামী মেরেছেন, যা মোটেও পছন্দ করেননি তিনি। তাই রেগে স্বামীকে গুলি করে হত্যা করেন ম্যারি।