একই মহিলার ছবি। কখনো তিনি ২৮ বছরের রজনীবাই, কখনো ৪৫ বছরের পার্বতীবাই। কোথাও আবার তিনিই ৩০ বছরের ফাজিয়া খান। কখনো সেই মহিলাই পুরুষে রূপান্তরিত হয়ে ২৪ বছরের সুরেশ।
একই ছবি দিয়ে ২৬ জন ভুয়া ভোটার। মধ্যপ্রদেশের ১০০টি কেন্দ্র খুঁজে এমন প্রায় ৬০ লাখ ভুয়া ভোটারের সন্ধান পাওয়ার দাবি করেছে কংগ্রেস। চলতি বছরের শেষেই বিধানসভা ভোট হওয়ার কথা বিজেপি শাসিত এই রাজ্যে। খবর আনন্দবাজার পত্রিকার
কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিংহের মতো রাজ্যের কংগ্রেস নেতৃবৃন্দ গতকাল সোমবার একজোট হয়ে নালিশ জানাতে যান দিল্লির নির্বাচন কমিশনে। কিন্তু মধ্যপ্রদেশে বিজেপির ফন্দি টের পেয়ে সেখানেই থামছে না রাহুল গান্ধীর দল। এই মুহূর্তে বিজেপির দখলে ২০টির বেশি রাজ্য। এখন সব রাজ্যে ভোটার নিয়ে তদন্তে নামছে কংগ্রেস।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, মধ্যপ্রদেশের মাত্র ১০০টি কেন্দ্রে খোঁজ করতে গিয়ে ১২ ভাগ ভুয়া ভোটার ধরা পড়েছে। বিজেপির সঙ্গে কমিশনের কিছু কর্মকর্তার যোগসাজস ছাড়া এটি সম্ভব নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই বিষয়টি কেবল একটি রাজ্যে সীমাবদ্ধ নয়। বিজেপি শাসিত অন্য রাজ্যেও তাই খোঁজা শুরু হবে। কমলনাথ বলেন, বিজেপির রাজ্যে এত লাখ লাখ ভুয়া ভোটার, অথচ বিজেপি চুপ। তাদের মুখে কোনো অভিযোগ নেই। কারণ, তারাই করিয়েছে এটি! কংগ্রেসের অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন গতকালই তদন্তের নির্দেশ দিয়েছে। একটি বিশেষ টিম গঠন করে চার দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলেছে। কিন্তু কংগ্রেসের সাফ কথা, এরপর কোনো ভুয়া ভোটার ধরা পড়লে যেন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। তালিকা চূড়ান্তের সময় কমিশনের কর্মকর্তাকে লিখে দিতে হবে-এই তালিকা সঠিক।