সাবধান! ধরা পড়লেই জেল জরিমানা

ওমরাহ ভিসায় বেশ কিছু কঠোরতা আনছে সৌদি আরব সরকার। বিশেষ করে নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসা এবং মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে কোনো শহরের অবস্থান না করার বিষয়ে বিধিনিষেধ জারি করা হচ্ছে। এসব নিয়ম অমান্যে জেল-জরিমানার বিধান করছে দেশটি।

পবিত্র ওমরাহ করার জন্য ভিসা নিয়ে যাতে অন্য কোনো কাজে নিযুক্ত না হতে পারে সেই লক্ষ্যে এসব নিয়ম করা হচ্ছে। সৌদি সরকারের পাসপোর্ট অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমরাহ করতে আসা বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো বিলম্ব না করে চলে যেতে হবে; অন্যথায় মেয়াদ শেষ হওয়ার পর ধরা পড়লে দেশে ফেরত পাঠানোর আগে ছয় মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানার শাস্তির মুখে পড়তে হবে।

নতুন এ নিষেধাজ্ঞার কারণে ওমরাহ পালনকারী বিদেশীরা মক্কা, মদিনা ও জেদ্দার নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না। এ ছাড়া তাদের ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশে ফেরত আসতে হবে।