সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলে বড় ধরনের চোটের কবলে পড়েছেন নাসির হোসেন।গত এপ্রিল মাসে সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মারাত্মক ইনজুরিতে পড়েন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। আর এই চোটের কারণে দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে বর্তমানে অস্ত্রপচারের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন।
জানা যায়, আজ অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াংয়ের অধীনে পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে নাসিরের। কিন্তু অস্ত্রপচার সম্পন্ন হলেও এ বছর নাসিরের মাঠে নামার সম্ভাবনা খুব কম। নাসির আগামী বছর জানুয়ারীতে বিপিএল দিয়েই ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বছরের প্রথম দিকে যদি বিপিএল হয় তাহলে তাহলে ওর অংশগ্রহণে সমস্যা থাকার কথা না। তবে এরপরেও ভালো সার্জারি, ভালো রিহ্যাব নিয়ে যৌথভাবে সে যদি কাজ করে তাহলে সে দ্রুত ফিরে আসতে পারবে।’
তবে নাসিরের পর ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পরেন মুশফিক। যার ফলে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ দুই রাউন্ডে খেলা হয়নি তার। আর এরপর থেকেই ক্রিকেটারদের ফুটবল খেলায় বিধিনিষেধ আরোপ করে বিসিবি।