২০০৯ সালে আইপিএলে প্রথমবারের মতো খেলার সুযোগ পান মাশরাফি। কিন্তু সেই আসরে কলকাতার কোচ বুকাননের জন্যেই আইপিএলের খেলার সুযোগ পাননি মাশরাফি।
তবে নিজের আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচে মাশরাফির সুযোগ হয়েছিলো কলকাতার হয়ে খেলার। সেই ম্যাচটা অবশ্য মাশরাফির ক্যারিয়ারের অন্যতম বাজে ম্যাচেই বলা চলে।
ডেকানকে ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল কেকেআর। নিজের প্রথম ওভারেই মাশরাফি দেন ১৫ রান। এর পর দু’ ওভার মোটামুটি ভালই বল করেন। ৩ ওভারে ৩৩ রান দেওয়া মাশরাফির কাঁধে বর্তায় শেষ ওভারের দায়িত্ব। ডেকানের জেতার জন্য দরকার ছিল ৬ বলে ২১ রান। মাশরাফির ৪ বল থেকেই ওই রান তুলে ডেকানকে অবিশ্বাস্য জয় এনে দেন রোহিত শর্মা। এক ম্যাচ খেলেই শেষ হয়ে যায় মাশরাফির আইপিএল অধ্যায়। এই প্রসঙ্গে মাশরাফি বলেন ,’ মিরপুরের ৬ তালা বাড়িটি আমি আইপিএলের টাকা দিয়েই কিনেছি।’