এক-দুইয়ে ব্রাজিল-জার্মান, তিনে আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের পুরোনো দলের তালিকায় রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা ও জার্মান-উরুগুয়ের নাম। তবে সবচেয়ে বেশিবার অর্থাৎ ২০ আসরের সবকটিতে খেলার রেকর্ড রয়েছে কেবল সেলসাওদের। আর বাদবাকিদের দুই-একটি আসর বাদ পড়েছে নানা ইস্যুতে।

পরিসংখ্যান বলছে, ফুটবলের মহাযজ্ঞে সবচেয়ে বেশিবার ট্রফি জিতেছে ব্রাজিল। এর পরের অবস্থান ইতালি-জার্মানির। চলুন দেখে নেয়া যাক কোন দল কতবার এবং কখন বিশ্বকাপ ট্রফি জিতেছে।

ব্রাজিল: ফুটবল বিশ্বের ঐতিহ্যবাহী দল ব্রাজিল সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে। তারা ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ১৯৫০ ও ১৯৯৮ বিশ্বকাপে।

জার্মান ও ইতালি: ব্রাজিলের পরের অবস্থান জার্মান ও ইতালির। তারা যৌথভাবে চারবার বিশ্বকাপ জিতে। জার্মানি ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে ট্রফি জিতে। আর রানার্সআপ হয় ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২ সালে। অন্যদিকে ইতালি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়। দলটি রানার্সআপ হয় ১৯৭০ ও ১৯৯৪ সালে।

আর্জেন্টিনা: লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা মোট দুইবার বিশ্বকাপ ট্রফি জয় করে। তা ১৯৭৮ ও ১৯৮৬ সালে। এছাড়া ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার্সআপ হয় দলটি।

উরুগুয়ে: আর্জেন্টিনার মতো উরুগুয়ে দুইবার বিশ্বকাপ ট্রফি জয় করে। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর ১৯৩০ বিশ্বকাপে ট্রফি জিতে দলটি। এর ২০ বছর পর আবারো ফুটবলের সর্বোচ্চ সম্মান লাভ করে।

ফ্রান্স: ১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। আর ২০০৬ সালে রানার্সআপ হয়।

ইংল্যান্ড: ইংলিশরা ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হয়।

স্পেন: স্পেন ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়।