স্পেনকে প্রতিহত করল সুইজারল্যান্ড

বিশ্বকাপের আগে স্পেনকে সতর্ক করে দিল সুইজারল্যান্ড। গোলরক্ষকের ভুলের মাশুল দিয়ে ঘরের মাঠে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নদের। স্পেনের অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ডি গেয়া স্বভাববিরুদ্ধ ভুল না করলে ম্যাচটা জিততেও পারত স্পেন।

ম্যাচের প্রথমার্ধেই আলভারো ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় স্পেন। ২৯ মিনিটে ডেভিড সিলভার পাস থেকে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও স্পেন বল পজিশনে নিজেদের আধিপত্য বজায় রাখে। তবে সংঘবদ্ধ আক্রমণে সুইজারল্যান্ডের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়।

মাঝে ডি গেয়ার ভুলের সুযোগ নিয়ে ম্যাচে সমতা ফেরান রিকার্ডো রডরিগেজ। ম্যান ইউ তারকা গোলরক্ষকে এই মুহূর্তে ফুটবল বিশ্বের অন্যতম সেরা কিপার হিসাবে বিবেচনা করা হয়। ডি গেয়া ম্যাচের ৬২ মিনিটে স্টিফান লিস্টেনারের শট গ্লাফসবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি বল স্পেনের জালে ঠেলে দেন রডরিগেজ। বাকি সময়ে সুইজারল্যান্ড নিজেদের রক্ষণ মজবুত করায় আর কোনো গোল করতে পারেনি স্প্যানিশ তারকারা। ফলে ম্যাচ শেষ হয় ১-১ এর সমতায়।

আগামী ১৫ জুন পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের যাচাই করার আরো একটা সুযোগ পাবে স্পেন। ১০ জুন বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে তারা মুখোমুখি হবে তিউনিশিয়ার।