মেসি ছাড়া ছন্নছাড়া আর্জেন্টিনা। আকাশি-সাদা জার্সিদের নিয়ে এমন অভিযোগ নতুন নয়। গেল বিশ্বকাপ থেকে শুরু করে সম্প্রতি সময়েও একাদশে মেসি থাকলে দল হাওয়ার বেগে দৌড়ায়, নচেৎ থমকে যায় মৃদু বাতাসেও। পরিসংখ্যান বলছে, মেসি ছাড়া সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটিতে জিতেছে আর্জেন্টিনা। বাদবাকিগুলো হয় ড্র না হয় পরাজয়। আর মেসি থাকাকালীন হোর্হে সাম্পাওলির দল যে কতটা শক্তিসম্পন্ন তাও লিখা আছে ইতিহাসের পাতায়।
তবে এবার বিষয়টি বেশ ভাবাচ্ছে আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে। তার মতে, মেসি ভালো না খেললে এবারো খালি হাতে ফিরতে হবে দলকে। তাই তাকে ঘিরেই আর্জেন্টাইনদের সকল স্বপ্ন। তাই কোচ মেসিকে ঘিরেই সাজাচ্ছে দলের পুরো আক্রমণ। এক্ষেত্রে বার্সা তারকাকে চাপমুক্ত রাখতে যা যা করা দরকার তাই করছেন তিনি।
মূলত বার্সার মতো প্রাণবন্ত দেখতেই কোচ সাম্পাওলির এমন পরিকল্পনা।
প্রসঙ্গত, ৯ তারিখ ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাম্পাওলির আর্জেন্টিনা।