পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে ভারতীয় মডেল-অভিনেত্রী আরশি খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম হয়নি। অবশেষ বিষয়টি নিজেই খোলসা করেছেন আবেদনময়ী এ অভিনেত্রী। আরশি বলেছেন, আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল।বহুবার আফ্রিদির সঙ্গে ঘুমিয়েছি। এর জন্য কি ভারতীয় সংবাদ মাধ্যমে অনুমতি নিতে হবে আমাকে? এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবন। আমার জন্য এটা ভালোবাসা ছিল।
তিনি বলেন, শহিদ আফ্রিদিকে ভালোবাসি, আর শহিদও আমাকে ভালোবাসে। লোকে আমাদের নিয়ে কথা বলছিল, সংবাদপত্রে খবর ছাপা হচ্ছিল। ভালোবাসলে ভয় কীসের? পাকিস্তানের সংবাদপত্রে তো শহিদ আরশিকে বিয়ে করতে চান বলে খবর প্রকাশিত হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এ রকমই (বিয়ে) হবে।
এর আগে, ২০১৫-এর ৮ সেপ্টেম্বর আরশির বিস্ফোরক টুইটে তোলপাড় হয়েছিল গোটা দুনিয়া। জানিয়েছিলেন, “আফ্রিদির সঙ্গে সেক্স করেছেন”। এরপর আফ্রিদিকে বিয়ের প্রস্তাবও দেন আরশি খান। এবিষয়ে বরাবরই ‘স্পিকটি নট’ থেকেছেন বুম বুম আফ্রিদি।ভারতে পাকিস্তানের আসা নিয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে ক্রিকেটের নন্দন কাননে পাকিস্তান।