তিন বিভাগেই উড়ে গেছি আমরা: সাকিব আল হাসান

আগেই নিশ্চিত ছিল আফগানদের বিপক্ষে সিরিজটা খুব সহজ হবে না টাইগারদের জন্য। টি-টোয়েন্টি র‍্যাংকিং ছিল যার প্রমাণ। র‍্যাংকিং ছাপিয়ে আফগানিস্তানের শক্তিশালী বোলিং বিভাগের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের লড়াইটাই ছিল এই সিরিজের মূল বিষয়। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোন বিভাগেই পাত্তা পায়নি বাংলাদেশ।

ম্যাচ শেষে এই কথা অকপটে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে শেষের ৪ ওভার বাদে বাংলাদেশের বোলিংটা ভালো হলেও, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে লড়াইও করতে পারেনি তারা। নিজেদের আরও অনেক অনেক উন্নতির প্রয়োজনবোধ করছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আসলে আরও অনেক দিকেই নজর দিতে হবে আমাদের। নিজেদের খেলায় আরও অনেক উন্নতি করতে হবে। মানতে দ্বিধা নেই ওরা ভালো দল। ভালো দলের মতোই ব্যাটিং-বোলিং করেছে, ফিল্ডিংয়েও আমাদের ছাড়িয়ে গেছে। সব বিভাগেই আমরা উড়ে গেছি বলা যায়।’

এসময় বোলারদের পক্ষে ঢাল ধরার চেষ্টা করেন সাকিব। তবে শেষ ৪ ওভার বাজে হওয়াতেই আফগানদের রানের স্রোত ঠেকেছে ১৬৮’তে তা মেনে নিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমরা বোলিং খুব খারাপ করিনি। শেষের ৪ ওভারেই সব বদলে গেল। এই ৪ ওভারেই মাশুলই দিতে হল ম্যাচ শেষে। শেষের ৪ ওভারে ৬০ রানের বেশি দেয়া কখনোই মানা যায় না। অথচ একশ’র আগেই ওদের ৪ উইকেট তুলে নিয়েছিলাম আমরা।’