আসল রহস্য ফাসঁ আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে হারতে হলো

আফগানদের দেয়া ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল। আফগান বোলার মুজিবের অসাধারণ এক ডেলিভারিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান তামিম।

তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লিটন দাশকে সঙ্গে নিয়ে দেখেশোনে খেলতে থাকেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে শাপোর জারদানকে বাউন্ডারি হাঁকিয়ে আজ ভালোকিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তৃতীয় ওভারে মুজিবুর রহমানকেও বাউন্ডারি হাঁকান সাকিব। কিন্তু সেটি আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারে মোহাম্মদ নবীর বলে বল বাতাসে উড়িয়ে দিয়ে উইকেটকিপার শেহজাদের হাতে ধরা দিয়ে বিদায় নেন সাকিব আল হাসান। ১৫ বলে রান করেন তিনি।

দলীয় ২১ রানে তামিম-সাকিবের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

তৃতীয় উইকেটে তারা সাবলিল ব্যাটিং করে যান। এই জুটিতে তারা ৪৩ রান যোগ করেন। দলীয় ৬৪ রানে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। তার আগে ২০ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন লিটন।

এখানে প্রশ্ন উঠেছে লিটন দাসের এলবিডব্লিউ নিয়ে। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি অফ স্ট্যাম্পের বাহিরে ছিল, তারপরেও আউট দেন আম্পায়ার। লিটন আউট না হোলে হয়তো খেলার ফলাফল অন্য রকম হতে পারতো।

শেষ পর্যন্ত ১৯ ভভারে ১২২ রানে সব উইকেট হারায় বাংলাদেশ। ৪৫ রানের জয় পায় আফগানিস্তান।