মেসির জার্সি পুড়িয়ে প্রতিবাদের আহ্বান

রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গেছে সর্বত্র। মাঠের তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়েছে বাইরেও। এরইমধ্যে শেষ হয়েছে আয়োজকদের সকল প্রস্তুতি। আর অংশগ্রহণকারী দেশগুলো মূল পর্বে খেলার আগে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শেষবারের মতো।

তারই জের ধরে শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে ইসরাইলের বিপক্ষে খেলতে যাওয়ার কথা আর্জেন্টিনার। এদিকে ক্রমশই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত। শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিরা মেসিকে আহ্বান জানাচ্ছেন সেদেশে না খেলতে। ইসরায়েলের বিপক্ষে খেলতে গেলে মেসির জার্সি পুড়িয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব।

এ ব্যাপারে রবিবার দেশটির ফুটবল প্রধান বলেন, ‘মেসি বড় প্রতীক। তাই তাকে আমরা ব্যক্তিগতভাবে টার্গেট করেছি। আমরা সবাইকে বলেছি তার ছবি এবং জার্সি পুড়িয়ে প্রতিবাদ করতে। আমরা এখনো আশা করি মেসি এখানে খেলতে আসবে না।’