ম্যাচ হারার কারণ হিসেবে যাদেরকে সরাসরি দুষলেন সাকিব

দীর্ঘ ২ মাস পর মাঠে নেমে পরাজয় বরন করলো বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১২২ রানে সব উইকেট হারায় বাংলাদেশ। ৪৫ রানের জয় পায় আফগানিস্তান।

গতকালের এই ম্যাচের অধিনায়কত্বে বরাবরেই বিতর্ক সৃষ্টি করেছেন সাকিব আল হাসান। বিতর্কটা শুরু হয় মোসাদ্দেক এবং মাহমুদুল্লাহর বোলিং এ দেওয়া নিয়ে। আজকের ম্যাচের উইকেট ছিলো স্পিন সহায়ক।
সেখানে মাহমুদুল্লাহ ১ ওভার বল করে ২ উইকেট নেওয়ার পাশাপাশি দিয়েছিলেন মাত্র ১ রান। আর মোসাদ্দেক ১ ওভার বল করে দিয়েছিলেন ৩ রান। সেই দিক দিয়ে সাকিব আর বোলিং এ আনেন নি এই দুইজনের কাউকেই। যদিও তখনি ডেথ অভারেই চলে যাননি সাকিব।

ডেথ ওভারের আগেও বল করার সুযোগ পেতেন মাহমুদুল্লাহ। তবে কেন মাহমুদুল্লাহকে বোলিং এ আনা হয়নি এই প্রশ্নের জবাবে সাকিব বলেন মাহমুদুল্লাহ রেগুলার বোলার নয় বলেই তাকে দিয়ে করানো হয়নি ২য় ওভার। তবে পার্ট টাইমার বোলাররা যে অনেক সময় ম্যাচ ঘুরানোর টার্নিং পয়েন্ট হয়ে থাকে সেটা মোসাদ্দেককে দিয়তেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রমান করেছিলেন মাশরাফি।

শেষ দিকে বোলারদের বাজে বোলিংকে দুষলেন অধিনায়ক সাকিব।
প্রথম দিকে নিয়ন্ত্রিত বোলিং করলেও মন্থর উইকেটে শেষ ৫ ওভারে ৭১ রান খরচ করে বাংলাদেশি বোলাররা। টাইগার অধিনায়ক তিন বিভাগেই নিজেদের বাজে পারম্যান্সকে দায়ী করেন হারের জন্য।

সাকিব বলেন,‘বিশেষ করে শেষ চার ওভার বাদ দিলে আমরা ভালো বোলিং করেছি। সেটিরই মূল দিতে হয়েছে আমাদের। ৪ ওভারে ৬০ রানের বেশি দেওয়া আদর্শ কিছু নয়। ওদের চার উইকেট পড়ে গিয়েছিল একশর আগেই। অনেক উন্নতি করতে হবে আমাদের। তবে বলতেই হবে, ওরা ভালো দল। ভালো ব্যাটিং-বোলিং করেছে, ফিল্ডিংও ভালো করেছে। সব বিভাগেই ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।‘শেষ ৩ ওভারে রাহি, রুবেল ও রাজু মিলে দিয়েছেন ৫২ রান,যা কিনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে।
আর এইটাকেই ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আরো ২টি ম্যাচ রয়েছে যথাক্রমে ৫,৮ তারিখ অনুষ্ঠিত হবে।