শোচনীয় পরাজয়ের পর যা বললেন সাকিব

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত শক্তির নাম। অন্যদিকে আফগানিস্তান এখেনো সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু সেই আফগানদের সাথে এমন শোচনীয় পরাজয়। হোকনা সেটা বিদেশের মাটিতে কিংবা টি-টোয়েন্টি। তাই বলে এমন অসহায় আত্মসমর্পণ? আফগানদের সাথে ৪৫ রানের পরাজয়ের পর শেষ দিকে বোলারদের বাজে বোলিংকে দুষলেন অধিনায়ক সাকিব।

প্রথম দিকে নিয়ন্ত্রিত বোলিং করলেও মন্থর উইকেটে শেষ ৫ ওভারে ৭১ রান খরচ করে বাংলাদেশি বোলাররা। টাইগার অধিনায়ক তিন বিভাগেই নিজেদের বাজে পারম্যান্সকে দায়ী করেন হারের জন্য।

সাকিব বলেন,‘বিশেষ করে শেষ চার ওভার বাদ দিলে আমরা ভালো বোলিং করেছি। সেটিরই মূল দিতে হয়েছে আমাদের। ৪ ওভারে ৬০ রানের বেশি দেওয়া আদর্শ কিছু নয়। ওদের চার উইকেট পড়ে গিয়েছিল একশর আগেই। অনেক উন্নতি করতে হবে আমাদের। তবে বলতেই হবে, ওরা ভালো দল। ভালো ব্যাটিং-বোলিং করেছে, ফিল্ডিংও ভালো করেছে। সব বিভাগেই ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।‘

সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ৫ জুন মাঠে নামবে দু’দল।