হার দিয়েই শুরু বাংলাদেশের

প্রস্তুতি ম্যাচই জানান দিচ্ছিলো সিরিজটা বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে। অবশেষ হয়েছেও তাই। সিরিজের প্রথম ম্যাচে দাপটের সথে জিতেছে আফগানিস্তান। ভয়ের কারণ ছিলো যেই রশিদ সেই রশিদকেই বুঝতে পারলো না বাংলাদেশ।

শুরুটা করেছে আসলে অফ স্পিনার মুজিবুর রহমান। ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই স্ট্রোক না রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবেন এই দ্বিধায় এলবিডব্লু হয়ে ফিরে যান দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। শুরুর ধক্কা কাটিয়ে উঠতে মোহাম্মদ নবীকে স্ট্রোক খেলতে গিয়ে আউট অধিনায়ক সাকিব। লিটন-মুশফিকের ২৬ বলে ৪৩ রানের জুটি ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছিলো। কিন্তু আম্পারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরতে হয় লিটনকে। ১০ ওভার শেষেও ৩ উইকেটে ৭৯—তবুও স্কোরটা খারাপ ছিল না বাংলাদেশের।

এরপরই শুরু হয় রশিদ তাণ্ডব পরপর দুই বলে ফিরে গেল মুশফিক-সাব্বির। ১০.৪ থেকে ১৪.৫—টানা ২৫ বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি বাংলাদেশ। ওভার পিছু রানরেট ৮.৮০ থেকে বেড়ে দাঁড়াল ১৩.৪৪। চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে রশিদের গুগলি তুলে মারতে গিয়ে মোসাদ্দেক ফিরলেন ২৩ বলে ১৪ রান করে।

মোসাদ্দেকের বিদায়ের সাথে সাথে বাংলাদেশের পরাজয়টা ছিলো সময়ের ব্যাপার। শেষ পর্যণ্ত বাংলাদেশ পুরো ২০ ওভারও খেলতে পারল না, অলআউট হয়ে গেল ১৯ ওভারেই! ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক রশিদ।

দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামকে আফগানিস্তান ব্যবহার করছে নিজেদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে। ঘরের মাঠে আফগানদের অভিষেকটা হলো দুর্দান্ত। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ জুন একই ভেন্যুতে মাঠে নামবে দু’দল।