তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগার একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। দীর্ঘদিন পরে দলে ফেরা মোসাদ্দেক রয়েছেন একাদশে।
ম্যাচের পিচ রিপোর্টে দেখা যায়, পিচটি কিছুটা স্লো এবং নিচু। তার উপর দেরাদুনে রাত নামলেই ঠাণ্ডায় কাবু হয়ে যায় সবাই। এ কারণেই মূলত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মেহেদি হাসান, নাজমুল ইসলাম অপু, আবু জয়দে রাহি।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ, নাজিবুল্লাহ যাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, দাউলাত যাদরান।