১০) মাইকেল ক্লার্ক : খেলোয়াড় জীবনে মাইকেল ক্লার্ক বিখ্যাত ছিলেন তাঁর ব্যাটিং ও ফিল্ডিংয়ের জন্য৷ অস্ট্রেলিয়ার অন্যতম জয়প্রিয় ক্রিকেটারও ছিলেন তিনি৷ লারা বিঙ্গলের সঙ্গে তাঁর প্রেম কাহিনী একসময় অস্ট্রেলিয়ান মিডিয়ার ‘হট টপিক’ ছিল৷ তিনি অবসর নিয়েছেন বছর দুয়েক আগেই৷ তবে আয়ের দিক দিয়েও এখনও সেরা প্রাক্তন অজি অধিনায়ক৷ ২০১৭ তাঁর মোট আয় প্রায় তিন মিলিয়ন ডলার৷
৯) এবি ডি’ভিলিয়ার্স : এবি ডি’ভিলিয়ার্স ব্যাট হাতে নামা মানেই বিপক্ষ বোলারদের হৃদকম্পন শুরু হওয়া৷ দেশ হোক বা আইপিএল, টেস্ট থেকে টি-২০ সব জায়গাতেই সমান সফল ক্রিকেটের সুপারম্যান৷ ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাতেও দক্ষ ছিলেন তিনি৷
প্রোটিয়া অধিনায়ক তাই নিজের দেশেই নয় ভারতেও অসম্ভব জনপ্রিয়৷ আয়ের ব্যাপারেও তিনি পিছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারকে৷ ২০১৭ তাঁর আয় প্রায় ৩.৬ মিলিয়ন ডলার৷
৮) যুবরাজ সিং : ২০০৭ টি-২০ বিশ্বকাপ৷ সুপার এইটের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার মেনেছে টিম ইন্ডিয়া৷ তাই সেমিফাইনালে উঠতে হলে পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে ধোনির দলকে৷
সেই ম্যাচে ভারতের ‘মুশকিল আসান’ রুপে হাজির হয়েছিলেন যুবরাজ সিং৷ সুয়ার্ট ব্রডের ওভারে মারা ছটা ছক্কাই বদলে দিয়েছিল ওই ম্যাচের নক্সা৷ আর টিম ইন্ডিয়া পেয়েছিল বাড়তি আত্মবিশ্বাস৷ যা টুর্নামেন্ট জিততে তাদের সাহায্য করেছিল৷ এই ম্যাচের পর থেকে যুবরাজের গায়ে লেগে গিয়েছিল ‘মিঃ সিক্সার’ এর তকমা৷
এরপর ২০১১ একদিনের বিশ্বকাপেও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ‘পাঞ্জাব কা পুত্তর’৷ এরপর ক্যান্সারের জন্য দল থেকে বাদ পড়েছিলেন তিনি৷ এই মারণ রোগ জয় করে আবার দলে ফিরেছেন তিনি৷ এহেন যুবরাজের ফ্যান স্বয়ং বিরাট কোহলিও৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও হয়েছিলেন তিনি৷ ‘ব্লু’ জার্সিতে ৩০০ বেশি ম্যাচ খেলা যুবরাজ এই মুহূর্তে ভারতের অন্যতম ধনী খেলোয়াড়৷ ২০১৭ বিজ্ঞাপন ও খেলা থেকে তাঁর মোট আয় ৪ মিলিয়ন ডলার৷
৭) গৌতম গম্ভীর : মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছে টিম ইন্ডিয়া৷ আর সেই মাহি জমানার অন্যতম সফল সৈনিক গৌতম গম্ভীর৷ টি-২০ ও একদিনের বিশ্বকাপ ফাইনালে তাঁর খেলা দুটিই অনবদ্য ইনিংসই ভারতকে জয়ের পথ দেখিয়েছিল৷ তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগ তার নাম দিয়েছিলেন ‘দ্য সেকেন্ড ওয়াল’৷ ২০০৯-১০ টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম তুলেছিলেন তিনি৷ তার নেতৃত্বে দু’বার আইপিএলও জিতেছে কলকাতা নাইট রাইডার্স৷ দর্শক মহলেও অসম্ভব জনপ্রিয় গোতি৷ এহেন গম্ভীর আয়ের নিরিখে দেশের অন্যতম সেরা ক্রিকেটার৷ ২০১৭ তার মোট আয় পাঁচ মিলিয়ন ডলার৷
৬)শাহিদ আফ্রিদি : শাহিদ ‘বুমবুম’ আফ্রিদি৷ তাঁর নামটাই যথেষ্ঠ৷ নিজের দিনে যেকোনও দলকে একাই হারিয়ে দিতে পারেন পাকিস্তানের ‘নায়ক’৷ গ্যালারি থেকে নারীমহল সবজায়গাতেই সমান জনপ্রিয় আফ্রিদি৷ ২০১৭ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ‘বুমবুম’৷ অবসর নিলেও এই মুহূর্তে আয়ের নিরিখে পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ তিনি৷ চলতি বছরে তাঁর মোট আয় ৫.৯ মিলিয়ন ডলার৷
৫)শেন ওয়াটসন : ২০০৩ বিশ্বকাপে স্টিভ ওয়াকে টপকে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন শেন ওয়াটসন৷ তখন অনেকে আশ্চর্য হয়েছিলেন যে শেন ওয়াটসনটা কে? কিন্তু অজি নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখে ভূল করেননি সেটা প্রমাণ পরবর্তী কালে প্রমাণ করেছিলেন ওয়াটসন৷ তিনটি বিশ্বকাপ জিতে রিকি পন্টিং,গ্লেন ম্যাকগ্রার মতো কিংবদন্তিদের সঙ্গে একই আসনে বসেছেন এই অলরাউন্ডার৷
এমনিতে ওয়াটসন পরিচিত ছিলেন তাঁর মারকুটে ব্যাটিং ও নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের জন্য৷ আইপিএলে দু’বার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি৷ জাতীয় দল থেকে অবসর নিলেও এহেন ওয়াটসন আয়ের নিরিখে এখনও অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার৷ ২০১৭ তাঁর মোট আয় ৬ মিলিয়ন৷
৪)বীরেন্দ্র সেহওয়াগ : তিনি নজফগড় নবাব৷ নিজের সেরা সময়ে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ৷ একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দু’দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে তাঁর৷ ওয়ান ডে ইতিহাসে শাহিদ আফ্রিদির পর তিনিই একমাত্র ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট ১০০ উপরে রয়েছে৷ ওয়ান ডে-তে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে তাঁর৷ এহেন বীরু আয়ের নিরিখেও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার৷ ২০১৭ তাঁর বার্ষিক আয় ৬.১ মিলিয়ন ডলার৷
৩) ক্রিস গেইল : ক্রিস গেইল৷ এই মুহূর্তে ক্যারিবিয়ান ক্রিকেটের মুখ তিনি৷ পরিসংখ্যান অনুযায়ী টি ২০ সর্বকালের সেরা ব্যাটসম্যান গেইল৷ শুধু খেলার মাঠই নয় একজন পার্টি লাভার হিসেবেও তিনি বিশ্বখ্যাত৷ টি ২০ সবদেশেরই ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন তিনি৷ তাই বছরের শেষে বেশ মোটা টাকা আয়ও করেন তিনি৷ ২০১৭ তাঁর মোট আয় ৭.৫ মিলিয়ন ডলার৷
২) মহেন্দ্র সিং ধোনি : ক্যাপ্টেন্সি ছাড়লেও ধোনিকে ছাড়া ভারতের ওয়ান ডে দল এখনও ভাবা যায়না৷ কারণ তার ফিনিশিং স্কিল যেকোনও মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়৷ তাই দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয় ‘ক্যাপ্টেন কুল’৷
এই মুহূর্তে তাঁর আয়ও মন্দ নয়৷ ২০১৭ মরশুমে মোট ২৮.৭ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি৷
১) বিরাট কোহলি : এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ‘পিন আপ’ বয় বিরাট কোহলি৷ তাই আয়ের নিরিখে বিরাটের স্থান দেশের স্পোর্টসম্যানদের মধ্যে উপরের সারিতেই৷
এক একটি বিজ্ঞাপন পিছু তিনি নেন ৫ কোটি করে৷ ফোবর্সের হিসাব অনুযায়ী বেশ কিছুদিনের মধ্যেই শাহরুখ খানকেও টপকে যাবে তাঁর আয়৷ ২০১৭ তাঁর মোট আয় ৬০ মিলিয়ন ডলার৷