সৌদি আরবে স্ত্রীর বিয়ে করার গুজব, স্ত্রীকে লাইভে রেখে স্বামীর আত্মহত্যা

সৌদি আরবে স্ত্রীর বিয়ে করার গুজব শোনে স্ত্রীকে মোবাইলে লাইনে রেখে স্বামীর আত্মহত্যা করেছে। নওগাঁর রাণীনগরে রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত মানিক শেখ (৩৬) রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ উপজেলার আমনুরা পাওয়েল এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।

সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মানিক শেখ গত প্রায় ১৬-১৭ বছর আগে রাণীনগরের চকাদিন এলাকায় এসে লেপ, তোশক, বালিশ তৈরি কারখানা করে ব্যবসা করে আসছিল। ব্যবসা চলাকালে একই এলাকার বাছেদ আলীর মেয়ে দিলরুবাকে বিয়ে করে। তাদের সংসারে তিন ছেলে জন্ম নেয়।

হতদরিদ্র ও খেয়ে না খেয়ে চলা সংসারে সচ্ছলতা ফিরে আনতে গত দুই বছর আগে স্ত্রী দিলরুবাকে সৌদি আরবে পাঠায়। এরপর স্ত্রীর পাঠানো টাকায় জায়গা কিনে বাড়ি তৈরি করে বসবাস করে আসছে মানিক।

এদিকে প্রায় তিন-চার মাস আগে থেকে নিহত স্বামী মানিক তার স্ত্রী দিলরুবাকে বিদেশ থেকে বাড়িতে আসার চাপ দিতে থাকে। কিন্তু কিছু কাগজপত্র জটিলতার কারণে আসতে পারছে না জানালে এবং বিভিন্ন লোকজনের উসকানিমূলক কথায় স্ত্রীর প্রতি নানা রকম সন্দেহ সৃষ্টি হয় মানিকের।

গত ৩-৪ দিন আগে স্বামী মানিক নিজেই তার স্ত্রী সৌদিতে বিয়ে করেছে এমনটি বন্ধুবান্ধবদের কাছে প্রচার করতে থাকে। এরই জেরে রোববার গভীর রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মানিক।

সৌদি থেকে মানিকের স্ত্রী দিলরুবা তার মাকে মোবাইল ফোনে সঙ্গে সঙ্গে বিষয়টি জানায়। দিলরুবার মা রাতেই মানিকের বাড়িতে গেলে জানালা দিয়ে মানিকের ঝুলন্ত লাশ দেখতে পায়।

এ সময় তিনি স্থানীয় লোকজনদের ডেকে টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে লাশ নামায়। পরে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মানিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।