এক বাংলাদেশীসহ সন্দেহভাজন ১৫ জঙ্গিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। আটককৃতরা ‘আত্মঘাতী’ হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।
১৭ মার্চ থেকে ৯ মে পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা কুয়ালালামপুর ও এর আশেপাশের ধর্মীয় স্থানগুলোতে হামলার পরিকল্পনা করছিলো বলে ধারণা করছে পুলিশ।
কুয়ালালামপুর পুলিশ ইন্সপেক্টর মোহামদ ফুজি হারুন জানান, সন্দেহভাজন ১৫ জনের ভেতর রয়েছে ১৭ বছরের এক স্কুলগামী কিশোর। সে ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছে এক বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিদেশী জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও হামলার সরঞ্জাম সংগ্রহের অভিযোগ করেছে পুলিশ। এছাড়াও রয়েছে ৫১ বছর বয়েসি এক নারী। তিনি মায়েশিয়ার নির্বাচন চলাকালে আত্মঘাতী হামলার পরিকল্পনার করেছিলেন বলেই দেশটির পুলিশ জানায়।
আটককৃতরা সরাসরি জঙ্গি হামলার সঙ্গে যুক্ত না হলেও তাদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস)-এর যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৬ সালে মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার প্রথমবারের মতো হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস)। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস