কাতারে রাজধানী দোহার নাজমা এলাকায় রবিবার ভোর ৬টায় সিভাস হালদার (২৫) নামে এক বাংলাদেশির যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক ঢাকার নবাবগঞ্জের কিরুঞ্জি এলাকার বাসিন্দা নগেন হালদারের ছেলে।তিন বছর পূর্বে পরিবারের অভাব অনটন দূর করতে কাতারে আসে, কিছুদিন যাওয়ার পর তার একটি পুত্রসন্তান জন্ম নেয়,স্বাভাবিক ভাবেই চলছিল তার প্রবাসী জীবন।
গতরাতে অন্যদিনের মতো কাজে যায় সে। ভোরে কাজ শেষ করে বাসায় ফিরে, তার রুমমেট ৩ জন সকালে তাকে একা রেখে কাজে যায়, এই সুযোগে সে সিলিংয়ের সাথে গামছা লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
পরে কাতারের পুলিশ (আলফাজা) এসে তার লাশ নিয়ে যায়, রুমের অন্যদের থেকেও আত্মহত্যার কোন কারণ জানা যায়নি, তবে তাদের ধারণা পারিবারিক কোন কারণে মনঃক্ষুণ্ণ হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন এই যুবক।