আজ চট্টগ্রাম চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটা আদালতে হাজির করে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করে আলোচিত রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ছাত্র নেতা কারাগারে যাওয়ার আগের রাতে নিজের ভেতরের ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট লিখেছেন।
‘রাজনীতিতে প্রকাশ্যে যাকে কাইট্টা ফেলমু, চিল্লা ফেলমু বলবেন, গোপনে তার সাথেই ধান্দার যে কোনো একটা খাতে সংযোগ রাখবেন। ফলশ্রুতিতে শত বদমায়েশি করলেও আপনার কোন শত্রু থাকবে না। দেরিতে হলেও রাজনীতি শিখে ফেলছি। তোমরাও শিখে নাও।’
গত ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় অধ্যক্ষ জাহেদ খান বাদী হয়ে চকবাজার থানায় রনির বিরুদ্ধে একটি মামলা করেন।