টেলি অভিনেত্রী সঙ্গীতা বালনের বিরুদ্ধে উঠল মধুচক্র চালানোর অভিযোগ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ে নিজের রিসর্টেই মধুচক্র চালাতেন সঙ্গীতা। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। টাকার বিনিময়ে ভারতীয় নায়িকাদের দেহব্যবসায় লিপ্ত হওয়া বেড়েই চলছে।
শুধু সঙ্গীতাই নন। প্রাথমিক তদন্তের সময়ে মধুচক্রে নাম জড়িয়েছিল আরও বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। এর পরেই পুলিশ সঙ্গীতার রিসর্টে অভিযান চালায়। সঙ্গীতার সঙ্গেই গ্রেফতার হন আরও কয়েকজন অভিনেত্রী।
পুলিশ সেই রিসর্ট থেকে তিনজন উঠতি অভিনেত্রীকে গ্রেফতারও করে। অভিযোগ, সঙ্গীতার সঙ্গে এই মধুচক্রে যুক্ত ছিলেন সুরেশ নামের এক ব্যক্তি। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।
তামিল টেলি জগতে সঙ্গীতা বালন একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘বাণী রানি’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়াও বহু জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীতা। এহেন জনপ্রিয় একজন অভিনেত্রী কীভাবে এমন চক্রে জড়িয়ে পড়লেন পুলিশ খতিয়ে দেখছে।