আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে গুয়াতেমালায় কমপক্ষে ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আগ্নেয়গিরিটি ভয়ংকর রূপ ধারণ করেছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার স্রোত গ্রামে প্রবেশ করেছে। এতে সেখানকার ঘরবাড়ি ধ্বংসসহ ভেতরে থাকা লোকজন দগ্ধ হয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে।