ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে পাহাড়ি দুর্গম এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতে অবৈধ সোনার খনি ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল রবিবার বিকেলে ভারি বৃষ্টিপাতে ওই খনিটি ধসে পড়লে সেখানে কর্মরত ওই স্বর্ণসন্ধানীরা চাপা পড়েন। তারা সবাই স্থানীয় বাকান গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে নিহত স্বর্ণসন্ধানীদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপরজনও মাটি চাপা পড়েছেন এবং তার খোঁজে সোমবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।