গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সাত জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো প্রায় ৩০০ জন আহত হয়েছেন।
দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই আগ্নেয়গিরিটি থেকে কালো ধোঁয়া ও ছাই উদ্গীরিত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসি’র।
গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার একটি স্রোতে এল রোদেও গ্রামের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এমনি ভিতরে থাকা লোকজনও দগ্ধ হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘জাতীয় জরুরি প্রতিক্রিয়া’ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস। স্থানীয় বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী ১৯৭৪ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনা।
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে।