টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দেয় অাফগানিস্থান। জবাবে ইনিংসের প্রথম বলেই মুজিব উর রহমানের প্রথম বলেই অাউট হন তামিম ইকবাল। এরপর ৩.৪ ওভারে ১৫ বলে ১৫ রান করে মোহাম্মদ নবীর বলে ক্যাচ আউট হন সাকিব।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের ব্যাটিং স্কোর = ৭ ওভারে ২ উইকেটে ৫৯ রান। এখন ব্যাট করছে লিটন দাস = ১৭ বলে ২৮ রান ও মুশফিক ৯ বলে ১৩ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জরদান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, দওলাত জর্দান।