দীর্ঘ ৪ মাস পরে মাঠে নেমছেন নেইমার। সর্বশেষ ২৫ শে ফেব্রুয়ারীতে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লীগে খেলার সময় ইনজুরিতে পড়েন। এরপর জাতীয় দলের হয়ে আবারো ফিরলেন নেইমার।
এবার দেখালেন নিজের পায়ের জাদু। ০-০ সমতায় আগাচ্ছিল ম্যাচটি, তবে ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লভ্রেনকে পায়ের জাদুতে বোকা বানিয়ে বুলেট গতির শটে গোল করে বসেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার ৫৪তম গোল।শেষ পর্যন্ত ব্রাজিল ১-০ গোলে জয় পেয়েছে।
তবে শুরুর একাদশে তাকে নামিয়ে রকিস নেন নি কোচ তিতে। সেকেন্ড হাফেই ফার্নান্দিনহোর পরিবর্তে মাঠে নামেন পিএসজির এই ফরোয়ার্ড।