তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের দেরাদুনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ এবং আফগানিস্তানের সিরিজের মাধ্যমেই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি দেশটির ২১তম টি-টুয়েন্টি ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও চ্যানেল আই।
বাংলাদেশ= ১৭ /২ , ওভার ৪, তামিম=০ (আউট) সাকিব = ১২(আউট)*দাশ ৬*
আফগানিস্তান = ১৬৭/৮, ওভার= ২০ । উসমান গনি= ২৬(আউট) , মোহাম্মদ শেহজাদ=৪০ (আউট) ,শেনওয়ারী ৩৬(আউট),স্ট্যানিকজাই =২৫ (আউট), শফিক= ২৪ (আউট), জানাত= ০(আউট) রশিদ ৬* মুজিব ০*
টার্গেট= ১৬৮
আজকের এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচের এই সিরিজে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার, ৫ জুন। মাঝে একদিন পর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন। তিনটি ম্যাচই একই সময়ে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান : মোহাম্মদ শেহজাদ , উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), শফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, দৌলত জাদরান ।
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মাহিদী হাসান, নাজমুল ইসলাম, আবু জয়েদ রাহি ।