আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। দেরাদুনের রাজীব গান্ধি আর্ন্তজাতিক স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও চ্যানেল আই। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৫ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ১৪৮ রান। আসগর স্ট্যানিকজাই ২৪ বলে ২৫ রান এবং শফিকুল্লাহ ৬ বলে ১৮ রান করে ক্রিজে আছেন। এছাড়াও ৩৭ বলে ৪০ রান করে আউট হলেন মোহাম্মদ শাহজাদ। ২৪ বলে ২৬ রান করে আউট হলেন উসমান গনি। ৫ বলে ২ রান করে আউট হলেন নাজিবুল্লাহ জাদরান। ২ বলে ০ রান করে আউট হলেন মোহাম্মদ নবী। ১৮ বলে ৩৬ রান করে আউট হলেন সামিউল্লাহ শেনওয়ারী।
বাংলাদেশ- তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, আবুল হাসান, আবু জাইদ।
আফগানিস্তান- মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আসগর স্ট্যানিকজাই, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাপুর জাদরান।