আফগানদের বিপক্ষে সৌম্যকে বাদ দিয়ে বাংলাদেশের একাদশ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে দু’দল। ম্যাচ শুরুর আগে অনেকের মনেই প্রশ্ন কেমন হতে পারে বাংলাদেশ একাদশ। যদিও শুক্রবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ তবুও সেটি নিয়ে বেশি চিন্তিত নয় টাইগার শিবির।

গত মার্চে শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে যেই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই একাদশ থেকে এক বা দুটির বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই দলে।

ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া মোস্তাফিজুর রহমানের জায়গায় আবুল হাসান রাজুর একাদশে আসা একরকম প্রায় নিশ্চিত তবে রাহিও বিবেচনা থাকবে। এছাড়া রান খড়ায় থাকা সৌম্য সরকারের জায়গায় একাদশে আসতে পারেন প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলা মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার/ মোসাদ্দেক হোসেন, আবুল হাসান রাজু/ আবু জায়েদ রাহি, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হাসান অপু, রুবেল হোসেন।