ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল না খেললেও শনিবার সকালে ইংল্যান্ড থেকে দেরাদুনে পৌঁছেছেন তিনি।
ইনজুরির কারণে টাইগার শিবিরে নেই দলের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। তবে কাটার মাস্টার বদলে দলে ডাক পেয়েছেন আরেক পেসার আবুল হাসান রাজু। নির্বাচকরা বলছেন, দেরাদুনের কন্ডিশন বিবেচনায় দলে ডাকা হয়েছে রাজুকে।
প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।