আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিশ্চয় প্রস্তুতি ম্যাচের ক্ষতটা ভুলে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ফেভারিট তকমাটা নিজেদের দখলে রাখবে বাংলাদেশ। নিন্দুকরা যতই কানাঘুষা করুক না কেন, টাইগার ক্যাপ্টেন সাকিব ইতোমধ্যে বলে দিয়েছেন, ‘দেরাদুনে আফগানিস্তান নয় বরং বেশি সুবিধা ভোগ করবে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ভয়ের কারণ রশিদ-মুজিব। কিন্তু তা মোটেও অামলে নিচ্ছে না বাংলাদেশ। কারণ দলটিতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মুশফিক-তামিম-রিয়াদের মতো অভিজ্ঞ প্লেয়ার। যাদের যে কোন একজনই খেলার মোড় অনায়াসে বদলে দিতে পারেন।

যাই হোক আজ (৩ জুন) দেরাদুনের হাড্ডা-হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। আজ একদল র‌্যাঙ্কিং অক্ষুন্ন রাখার, অন্যদলের এগিয়ে যাওয়ার মিশনে মাঠে নামবে।

আজকের ম্যাচটিতে টাইগার দলে বিশ্বমানের ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাসকে। সেক্ষত্রে সৌম্য সরকার তার পছন্দের তিনে নামবেন। কারণ ওপেনিংয়ের চেয়ে তিনেই পরীক্ষিত এই হার্ডহিটার। সেক্ষেত্রে চারে নামবেন মুশফিকুর রহীম এবং পাঁচে সাকিব আল হাসান।

এর আগে বেশ কিছু ম্যাচে সাকিবকে উপরে এসে খেলতে দেখা গেছে। সেক্ষেত্রে সৌম্যের পজিশন চারে চলে যেতে পারে। সাকিব-মুশি ছাড়াও মিডল অর্ডারের জন্য প্রস্তুত সাব্বির-মাহমুদউল্লাহ। আর চার বোলার নিয়ে লোয়ার অর্ডারের সামলাতে প্রস্তুত মেহেদী মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (ক্যাপ্টেন), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান, রুবেল হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও নাজমুল হাসান।

প্রসঙ্গত, বাংলাদেশ সয় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে দেশীয় চ্যানেল গাজি টিভি।