কিছুক্ষন পরে মাঠে নামবে টাইগাররা তার আগেই বিশাল দু:সংবাদ পেলো!

আফগানদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজেঢ় আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই ম্যাচটি নির্বিঘ্নে পার করতে পারেনি তারা।
কারণ শুক্রবারের ম্যাচটি শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি হানা দিয়েছিলো দেরাদুনে। বৃষ্টির কবলে পড়ে বেশ কিছুক্ষণ পরে শুরু হয় খেলা। পরবর্তীতে প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো পুরো ওভার খেলা হয়েছিলো।

আর বৃষ্টি বাঁধায় খেই হারিয়ে ফেলা বাংলাদেশ হেরেছিলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এবার প্রস্তুতি ম্যাচের সেই পরাজয়ের গ্লানি নিয়েই আজ একই মাঠে সিরিজের প্রথম টি টুয়েন্টি খেলতে নামছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে আকাশে হালকা মেঘের ঘনঘটা থাকতে পারে বলে জানা গেছে। সে হিসেবে বৃষ্টির কবলে পড়লে বাতিল হতে পারে আজকের ম্যাচ।

এছাড়াও রাত বাড়ার সাথে সাথে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। সুতরাং আজকের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে তেমন একটি শঙ্কা নেই। ফলে দুই দলকে অন্তত বৃষ্টি নিয়ে চিন্তা করতে হচ্ছে না।

বাংলাদেশ স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।

আফগানিস্তান স্কোয়াড-

আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।