প্রথম ম্যাচ থেকেই দেখা যাবে সালাহকে

১৫ জুন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ সালাহর মিশর। ইনজুরিতে পড়া এই তারকা ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা প্রায়ই কেটে গেছে। দলটির কোচ হেক্টর কুপার বলেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছে সালাহ। আশা করছি, প্রথম ম্যাচের আগেই খেলার মতো অবস্থায় চলে আসবে ও। তবে সব ধরনের পরিস্থিতির জন্যই দলকে তৈরি রেখে প্রস্তুতি চলছে মিশরের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের চ্যালেঞ্জের মুখে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়ে মিশরকে বিশ্বকাপে নিয়ে আসা সালাহ। এরপরই তার খেলা না খেলা নিয়ে অনেক ধুম্রজাল সৃষ্টি হয়। তবে ঘটনার দুইদিন পরই সালাহ জানিয়েছিলেন, তিনি যোদ্ধা। যেকোনো উপায় মাঠে ফিরতে মরিয়া তিনি।

এদিকে মোহাম্মদ সালাহকে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কলম্বিয়াকে রুখে দিয়েছে মিশর। গোলশূন্য ড্র করেছে দলটি। যা বিশ্বকাপে বাড়তি রসদ জোগাবে কুপারের দলকে।