থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সকালে তারা ঢাকা ত্যাগ করেন। তবে তারা একসঙ্গে না পৃথকভাবে গেছেন, তা জানা যায়নি।
শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, ‘আমি চিকিৎসার জন্য ব্যাংকক যাবো।’
রবিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনূছ বলেন, ‘সকাল ১১টার দিকে ব্যাংকের উদ্দেশে মির্জা ফখরুল ঢাকা ত্যাগ করেছেন। সঙ্গে স্ত্রী রয়েছেন।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাতে এ প্রতিবেদককে বলেছেন, ‘আমি রবিবার ব্যাংকক যাচ্ছি। ফিরবো প্রায় একসপ্তাহ পর।’ ১০ জুনের দিকে তিনি দেশে ফিরতে পারেন বলেও তিনি জানিয়েছেন।
গত শনিবার মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন, এমন খবরের মধ্যেই তিনি জানিয়েছেন, খবরটি গুজব। এরই মধ্যে তিনি ব্যাংকক গেলেন। তবে ঠিক কী কারণে বিএনপির দুই শীর্ষ নেতা ব্যাংকক গেছেন, তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে দলের নেতা বা মিডিয়া উইংয়ের দায়িত্বশীল, কেউ-ই কোনও তথ্য দিতে পারেননি।
সূত্র: বাংলা ট্রিবিউন